চাকমারকুল ইউনিয়নের নামকরণের পটভূমি:
কক্সবাজার জেলার আওতাধীন রামু উপজেলার তৎকালীন বৃহত্তর জোয়ারিয়ানালা ইউনিয়ন বিভাজনের ফলে প্রতিষ্ঠিত চার ইউনিয়নের মধ্যে চাকমারকুল ইউনিয়ন একটি। কতিত আছে যে, এই ইউনিয়নের প্রায় অধিকাংশা লোকই ছিল উপজাতি বা চাকমা। এছাড়াও শোনা যায় ১৮শতকের মাঝামাঝি সময়ে তৎকালীন বৃহত্তর জোয়ারিয়ানালা কর্তৃক উপজাতি তাথা চাকমাদের বসবাসের বিরোদ্ধে প্রতিবাদ গড়ে উঠলে মুবিন উলস্নাহ নামে তৎকালীন জোয়ারিয়ানালা-ই এক সমাজ সেবক ও প্রতিবাদী কন্ঠস্বর ব্যক্তি ঐ প্রতিবাদীর বিরোদ্ধে আন্দোলন করাতে গিয়ে শহীদ হন। বিশেষ করে তৎকালীন বৃহত্তর জোয়ারিয়ানালা ইউনিয়নের অত্র এলাকা উপজাতি তথা চাকমাদের আদী নীবাস হওয়াই অত্র ইউনিয়নকে চাকমারকুল ইউনিয়ন হিসেবে নামকরণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস